উত্তর : সম্পর্ক ছিন্ন করা অন্যতম কাবীরা গুনাহ। আল্লাহ তা‘আলা বলেন, ‘ক্ষমতা পেলে সম্ভবতঃ তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতিই আল্লাহ অভিসম্পাত করেন, অতঃপর তাদেরকে বধির করেন আর তাদের দৃষ্টিশক্তিকে করেন অন্ধ’ (সূরা মুহাম্মাদ : ২২- ২৩)। অন্য কারো কথা শুনে সম্পর্ক ছিন্ন করা যাবে না। রাসূল (ﷺ) বলেছেন, ‘আল্লাহর অবাধ্যতার কাজে কারো কোন আনুগত্য করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/৬৮৩০; ছহীহ মুসলিম, হা/ ৮৪০)।
প্রশ্নকারী : ফিরোজ খান, পশ্চিমবঙ্গ, ভারত।