উত্তর : মুসলিম নারীর মাহরাম ব্যতীত অন্য কোন পুরুষের সামনে সাজগোজ করে বা সাধারণভাবে যাওয়া হারাম। আল্লাহ তা‘আলা বলেন, وَ قَرۡنَ فِیۡ بُیُوۡتِکُنَّ وَ لَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ الۡجَاہِلِیَّۃِ الۡاُوۡلٰی ‘তোমরা স্বগৃহে অবস্থান করবে; প্রাচীন জাহিলী যুগের সৌন্দর্য প্রদর্শনের মত নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না’ (সূরা আল-আহযাব : ৩৩)। অন্যত্র আল্লাহ বলেন, ‘তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, আপন নারীগণ, মালিকানাধীন দাসী, পুরুষদের মধ্যে যৌন কামনা-রহিত পুরুষ এবং নারীদের গোপন অঙ্গ সম্বন্ধে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো সামনে নিজেদের ভূষণ প্রকাশ না করে’ (সূরা আন-নূর : ৩১)।
প্রশ্নকারী : সাদিয়া আকতার, চট্টগ্রাম।