শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৩০ পূর্বাহ্ন
উত্তর : যাকাতুল ফিতর আদায় করার সময় দু’ধরনের। একটি উত্তম সময় আর অপরটি জায়েয সময়। (ক) উত্তম সময়ের প্রারম্ভ সম্পর্কে শাফিঈ, হাম্বালী, মালিকী মাযহাবত্রয়ের আলেমগণ, সালাফে ছালিহীন, শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) এবং সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ‘রামাযানের শেষ দিনের সূর্যাস্তের পর থেকে অর্থাৎ শাওওয়াল মাসের চাঁদ দেখার পর থেকেই ফিতরাহ আদায় করতে শুরু করা অপরিহার্য’ (আল-মাজমূঊ, ৬/১২৬; মুগনীউল মুহতাজ, ১/৪০১; আল-ইনছাফ, ৩/১২৫; আল-মুগনী, ৩/৮৯; শারহু মুখতাছার খালীল, ২/২২৮; হাশিয়াতুল ‘আদাবী, ১/৫১৪; ফাৎহুল বারী, ৩/৩৬৮; আশ-শারহুল মুমতি‘, ৬/১৬৬; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ৯/৩৭৩ পৃ.)।

ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) যাকাতুল ফিতর ফরয করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে ছিয়ামকে পবিত্র করার লক্ষ্যে এবং মিসকীনদের খাদ্য স্বরূপ। যে ব্যক্তি ঈদের ছালাতের পূর্বে তা আদায় করবে সেটা ক্ববুল ছাদাক্বাহ্ হিসাবে গণ্য হবে। আর যে ব্যক্তি ছালাতের পরে আদায় করবে, তা সাধারণ দান হিসাবে গৃহীত হবে (আবূ দাঊদ, হা/১৬০৯; ইবনু মাজাহ, হা/১৮২৭; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/৩৫৭০)। এ হাদীছটি ইঙ্গিত করে যে, রামাযানের শেষ দিনের সূর্যাস্তের সময় থেকে ছাদাক্বাতুল ফিতর আদায় করা ওয়াজিব। কেননা তিনি ছাদাক্বাকে ফিতরের (অর্থাৎ ইফতারের) সঙ্গে সম্পৃক্ত করেছেন। সুতরাং যোগসূত্রের কারণে ইফতারের সঙ্গে ছাদাক্বার বিশেষীকরণ প্রয়োজন। আর এ কথা বহু প্রসিদ্ধ যে, দিনের শেষে সূর্যাস্তের পর থেকেই ইফতারের সময় শুরু হয়’ (আল-হাবীউল কাবীর, ৩/৩৬২; আল-মুগনী, ৩/৮৯; আশ-শারহুল মুমতি, ৬/১৬৬ পৃ.)।

দ্বিতীয়তঃ ফিতরা আদায়ের কারণ সম্পর্কে রাসূল (ﷺ) বলেছেন, ‘(ছিয়ামের পবিত্রকরণ) অর্থাৎ এখানে ফিতরাকে ছিয়ামের পবিত্রকরণের মাধ্যম হিসাবে উল্লেখ করা হয়েছে। আর ছিয়ামের পরিসমাপ্তি ঘটে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে’ (আল-মাজমূঊ, ৬/১২৫; আল-হাবীউল কাবীর, ৩/৩৬২; আল-মুগনী, ৩/৮৯ পৃ.)। পক্ষান্তরে উত্তম সময়ের সমাপ্তি সম্পর্কে ইমাম নববী, ইমাম ইবনে হাযম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়িম, ইমাম ছানা‘আনী, ইমাম শাওকানী, শায়খ ইবনে বায ও শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ফিতরা আদায়ের শেষ সময় হল- ঈদের ছলাত পর্যন্ত। ঈদের ছালাতের পর পর্যন্ত বিলম্ব করা হারাম। যদি কেউ বিলম্ব করে, সেক্ষেত্রে তা যাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না। বরং এটি তার জন্য সাধারণ ছাদাক্বা হিসাবে বিবেচিত হবে’ (আল-মাজমূঊ, ৬/১৪২; আল-মুহাল্লা, ৬/১৪২; হাশিয়াতু আর-রাওজিল মুরবি‘, ৩/২৮২; যাদুল মা‘আদ, ২/২১-২২; সুবুলুস সালাম, ২/১৩৮; আস-সাইলুল জার্রার, পৃ. ২৬৬; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/২০১; আশ-শারহুল মুমতি‘, ৬/১৭২ পৃ.)।

(১) ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) যাকাতুল ফিতর ফরয করেছেন- অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে ছিয়ামকে পবিত্র করার লক্ষ্যে এবং মিসকীনদের খাদ্য স্বরূপ। যে ব্যক্তি ঈদের ছালাতের পূর্বে তা আদায় করবে সেটা ক্ববুল ছাদাক্বাহ হিসাবে গণ্য হবে। আর যে ব্যক্তি ছালাতের পরে আদায় করবে, তা সাধারণ দান হিসাবে গৃহীত হবে (আবূ দাঊদ, হা/১৬০৯; ইবনে মাজাহ, হা/১৮২৭; সনদ হাসান, ছহীহুল জামি‘, হা/৩৫৭০)।

(২) ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) প্রত্যক গোলাম, আযাদ, পুরুষ, নারী, প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক সকল মুসলিমের উপর ছাদাকাতুল ফিতর হিসাবে খেজুর হোক অথবা যব হোক এক ছা পরিমাণ আদায় করা ফরয করেছেন এবং লোকজনের ঈদের ছালাতে বের হবার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/১৫০৩, ১৫০৪, ১৫০৬, ১৫০৭, ১৫০৮, ১৫১০, ১৫১১, ১৫১২; ছহীহ মুসলিম, হা/৯৮৪-৯৮৬)। (৩) নবী (ﷺ) বলেছেন, ‘কেউ আমাদের এই দ্বীনের অংশ নয় এমন কিছু উদ্ভাবন করলে বা অনুপ্রবেশ ঘটালে তা পরিত্যাজ্য-প্রত্যাখ্যাত’। অন্য বর্ণনায় এসেছে, ‘যে ব্যক্তি আমাদের ধর্মীয় কাজের মধ্যে এমন বিষয় উদ্ভাবন করে যা তাতে নেই (দলীলবিহীন), তা অগ্রহণযোগ্য’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮, ৪৩৮৪; আবূ দাঊদ, হা/৪৬০৬; ইবনে মাজাহ, হা/১৪; মুসনাদে আহমাদ, হা/২৩৯২৯, ২৪৬০৪, ২৪৯৪৪, ২৫৫০২, ২৫৬৫৯, ২৫৭৯৭)।

দলীলের বিশ্লেষণ হল: প্রথমতঃ যদি কেউ লোকেরা ছালাত আদায় করা পর্যন্ত বিলম্ব করে, তবে সে এমন একটি কাজ করল যা আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ)-এর নির্দেশ মোতাবেক নয়। আর এটিই অগ্রহণযোগ্য (আশ-শারহুল মুমতি‘, ৬/১৭২ পৃ.)। দ্বিতীয়তঃ প্রত্যেক ইবাদতের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। সুতরাং যদি কেউ ইচ্ছাকৃতভাবে সময় অতিবাহিত করে ফেলে তাহলে তার ঐ ইবাদত ক্ববুল হবে না (আশ-শারহুল মুমতি‘, ৬/১৭৪ পৃ.)। তৃতীয়তঃ এটিকে কুরবানীর উপর ক্বিয়াছ করা হয়েছে। যেমন কুরবানীর পশু ছালাতের পূর্বে যব্হ করা যাবে না, ঠিক তেমনি যাকাতুল ফিতর ছালাতের পরে আদায় করা যাবে না (যাদুল মা‘আদ, ২/২১-২২ পৃ.)। উক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে, যাকাতুল ফিতর আদায় করার উত্তম সময় হল, ঈদের চাঁদ উদিত হওয়ার পর থেকে ঈদগাহে যাওয়ার আগে পর্যন্ত।

(খ) ফিতরা আদায়ের জায়েয সময় সম্পর্কে মালিকী ও হাম্বালী মাযহাবের আলেমগণ, ইমাম শাওকানী, শায়খ ইবনে বায ও শায়খ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রাসূল (ﷺ)-এর ছাহাবীগণ থেকে প্রমাণিত সময়ের একদিন অথবা দু’দিন পূর্বেও ফিতরা আদায় করা জায়েয’ (মিনহুল জালীল, ২/১০৬; আয-যাখীরাহ, ৩/১৫৭; কিফায়াতুত্ব ত্বালীব আর-রাব্বানী, ১/৬৪৬; শারহু মুনতাহাল ইরাদাত, ১/৪৪২; আল-মুগনী, ৩/৮৯; আস-সাইলুল জার্রার, পৃ. ২৬৮-২৬৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/৩২ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৮/২৭০ পৃ.)। ইবনে ‘উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) লোকেরা ছালাতের উদ্দেশ্যে (ঈদগাহে) যাওয়ার পূর্বেই আমাদেরকে যাকাতুল ফিতর প্রদান করতে নির্দেশ দিয়েছেন। নাফি‘ (রাহিমাহুল্লাহ) বলেন, ইবনু ‘উমার (রাযিয়াল্লাহু আনহুমা) ঈদের একদিন ও দু’দিন পূর্বেই তা আদায় করতেন (আবূ দাঊদ, হা/১৬১০)। হাদীছে বর্ণিত হয়েছে, وَكَانَ ابْنُ عُمَرَ يُعْطِيْهَا الَّذِيْنَ يَقْبَلُوْنَهَا وَكَانُوْا يُعْطُوْنَ قَبْلَ الْفِطْرِ بِيَوْمٍ أَوْ يَوْمَيْنِ ‘আব্দুল্লাহ ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) ঈদের একদিন অথবা দু’দিন পূর্বেই ফিতরার খাদ্যদ্রব্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন’ (ছহীহ বুখারী, হা/১৯১১; ছহীহ মুসলিম, হা/৯৮৪)।


প্রশ্নকারী : আবুল হোসেন, সাতক্ষীরা।





প্রশ্ন (২১) : সকাল ও বিকালে যে ১০০ বার সুবহানাল্লা-হিল আযীম ওয়াবিহামদিহী পাঠ করবে তাকে আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দেয়া হবে’ মর্মে বর্ণিত হাদীছ কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : দৈনিক যুগান্তর (২৫ ডিসেম্বর, ২০১৯) পত্রিকায় বলা হয়েছে যে, নাসা খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নিষেধ করেছে। যাতে করে মানুষ দৃষ্টিশক্তি হারাতে পারে। সুতরাং ফিল্টার দিয়েই এটা দেখা উচিত। প্রশ্ন হল- সূর্যগ্রহণের সময় সূর্যের দিকে তাকানো যাবে না মর্মে কথাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জোরপূর্বক ধর্ষণ করলে এক মহিলা গর্ভবতী হয় এবং অবৈধ বাচ্চা হয়, যার বাবার পরিচয় নেই। এদিকে অবৈধ সন্তান নাকি ইসলাম বিদ্বেষী হয়। আবার বাচ্চাকে হত্যা করাও যাবে না। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আছর কিংবা ফজর ছালাতের পর মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : দুগ্ধদানকারিণী মা ছিয়াম ভঙ্গ করতে পারবে কি? ভঙ্গ করলে কখন তা পূরণ করবে, না-কি ফিদইয়া দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কোন শী‘আ মেয়েকে কি বিয়ে করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : এক ছেলের বয়স ১৮ বছর। পাঁচ ওয়াক্ত ছালাত আদায় করে এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করে। কিন্তু হস্তমৈথুনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে পারে না। তওবাহ করলেও পরে আবার উক্ত কর্মে লিপ্ত হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ব্যভিচার বৃদ্ধি পেলে দরিদ্রতা আসে। এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমি আমার স্বামীর কাছ থেকে খোলা ত্বালাক্ব নিয়েছি। কারণ সে ছালাত আদায় করে না, ছিয়াম পালন করে না। এ ব্যাপারে তাকে অনেক দিন থেকে নছীহত করা সত্ত্বেও তার কোন পরিবর্তন হয়নি। অথচ আমি ছালাত আদায় করলে, ছিয়াম পালন করলে, কুরআন ও হাদীছ পড়াশোনা করলে অত্যাচার করে। তাই খোলা ত্বালাক্ব নিতে বাধ্য হয়েছি। ১ মাস পার হয়েছে। এখন একজন ছালাত আদায়কারী ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমি তাতে রাজিও আছি কিন্তু আমার পিতা রাজি হচ্ছে না। এমতাবস্থায় আমার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : মাওলানা আবু তাহের বর্ধমানী রচিত ‘কাট হুজ্জতির জওবাব’ বইয়ের ২৫ পৃষ্ঠায় একটি হাদীছ বর্ণিত হয়েছে। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ক্বিয়ামতের দিন আহলেহাদীছগণ আমলনামাসহ উপস্থিত হবেন। তখন আল্লাহ বলবেন, তোমরা আহলেহাদীছ বেহেশতে প্রবেশ কর’ (ত্বাবারাণী, আল-ক্বাওলুল বাদী, পৃ. ১৮৯)। উক্ত হাদীছটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : যে ব্যক্তি ক্বিয়ামতের মাঠে স্থাপিত মীযানকে অস্বীকার করে তার পরিণাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ