উত্তর : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা জায়েয নয়। বরং দু‘আ শেষে এমনিতেই হাত নামিয়ে ফেলবে। কারণ মুখে হাত মাসাহ করা মর্মে বর্ণিত হাদীছগুলো যঈফ (যঈফ তিরমিযী, হা/৩৩৮৬)। দু‘আ যেমন ইবাদত, তেমনি তা শারঈ পদ্ধতিতেই করতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) থেকে প্রমাণিত হাত তুলে দু‘আর অনেক হাদীছ আছে, কিন্তু দু‘আর পর মুখে হাত মাসাহ করার কোন ছহীহ দলীল পাওয়া যায় না (মাজমূঊল ফাতাওয়া, ২২তম খণ্ড, পৃ. ৫১৯)।
প্রশ্নকারী : নাহিদ, কুষ্টিয়া।