উত্তর : যেকোন ইবাদতের ক্ষেত্রে সন্দেহ দূর করতে হবে। মনে হচ্ছে বা সন্দেহ হচ্ছে এমন অবস্থা নিয়ে শরী‘আত বাস্তবায়ন করা যায় না। বায়ু নির্গত হওয়ার ব্যাপারে সরাসরি হাদীছ এসেছে। তামীম আদ-দারী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,
شُكِىَ إِلَى النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلُ يَجِدُ فِى الصَّلَاةِ شَيْئًا أَيَقْطَعُ الصَّلَاةَ قَالَ لَا حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيْحًا
‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এক ব্যক্তি সম্পর্কে অভিযোগ করা হল যে, সে ছালাতে এমন কিছু অনুভব করে যাতে সে সন্দেহ করে ছালাত ছেড়ে দিবে কি-না? তখন রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)বললেন, না যতক্ষণ সে কোন শব্দ বা গন্ধ অনুভব না করবে, ততক্ষণ ছেড়ে দেবে না’ (ছহীহ বুখারী, হা/২০৫৬)। তাই ওযূ করার সময় নিশ্চিত করবে এবং ওযূ ঠিক আছে বলে ধারণা করবে। এভাবে শয়তানের কুমন্ত্রণা দূর করবে।
প্রশ্নকারী : বিলাল, ওয়ারী, ঢাকা।