উত্তর : যদি কোন যোগ্য ও হকদার ব্যক্তি অর্থ ও সুপারিশের বিনিময়ে চাকরি নেয়, তাহলে সে গুনাহগার হবে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা, ২৫/৩৮৯ পৃ.)। পক্ষান্তরে অযোগ্য ব্যক্তি চাকরি নিলে গুনাহগার হবেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, প্রশ্ন নং-৬০১৮৩) ।
প্রশ্নকারী : আল-আমীন, দিনাজপুর।