উত্তর : এভাবে মসজিদ করাও যাবে না এবং এমন মসজিদে ছালাত আদায় করাও ঠিক হবে না। ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, প্রত্যেক যেসকল মসজিদ দ্বন্দ্ব-ফাসাদের মাধ্যমে, লোক দেখানো বা সুনাম-সুখ্যাতির জন্য তৈরি করা হয়, তাকে ‘মসজিদে যেরার’ বলে। আর ঐ সকল মসজিদে ছালাত আদায় করা শুদ্ধ হবে না (তাফসীরে কুরতুবী, ৮ম খণ্ড, পৃ. ২৫৪ ‘সূরা আত-তওবাহ : ১০৮ নং আয়াতের ব্যাখ্যা)। কমিটি নিয়ে বা আধিপত্য বিস্তার নিয়ে ও অর্থ-ক্ষমতার বড়াই দেখিয়ে অন্তত আল্লাহর ঘর মসজিদ তৈরি হতে পারে না- হলেও এমন মসজিদে ছালাত আদায় করা থেকে বিরত থাকতে হবে। সংজ্ঞা অনুযায়ী সেটা যদি মসজিদে যেরার হয়, তাহলে সেখানে ছালাত আদায় করতে মহান আল্লাহ নিষেধ করেছেন (সূরা আত-তওবাহ : ১০৮)। একই সাথে আল্লাহ তাক্বওয়ার উপর মসজিদ প্রতিষ্ঠা করার জন্য কুরআনে উল্লেখ করেছেন (সূরা আত-তওবাহ : ১০৮; তাফসীর ইবনু কাছীর, ৪র্থ খণ্ড, পৃ. ২১৪)।
প্রশ্নকারী : নাদিরুযযামান, বগুড়া।