উত্তর : না, মুছল্লীদেরকে উক্ত সালামের জবাব দিতে হবে না। বরং ইমাম যা বলবেন মুক্তাদীগণও তাই বলবে। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ ‘ইমাম নির্ধারণ করা হয় তার অনুসরণের জন্য’ (ছহীহ বুখারী, হা/৩৭৮; ছহীহ মুসলিম, হা/৪১১; মিশকাত, হা/১১৩৯)। উল্লেখ্য যে, ইমামের সালামের জবাব প্রদান সম্পর্কে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ আবূ দাঊদ, হা/১০০১; যঈফ ইবনু মাজাহ, হা/৯২২; তাহক্বীক্ব মিশকাত, হা/৯৫৮)।
প্রশ্নকারী : আমীনুর রহমান, সাতক্ষীরা।