উত্তর : যে ব্যক্তি কোন সময় ছালাত আদায় করে আবার কখনোবা ছেড়ে দেয় তাকে কাফের বলা যাবে না (মাজমূঊ ফাতাওয়া ইবনু উছায়মীন, ১২তম খণ্ড, পৃ. ৫৫)। আর যেহেতু তাকে কাফের বলা যাচ্ছেনা তাই একজন মুসলিম হিসাবে তার জানাজার ছালাত পড়তে হবে।
প্রশ্নকারী : আকবার হুসাইন, যশোর।