উত্তর : মসজিদে যদি সঠিক সময়ে জামা‘আত হয় এবং ইমামের আক্বীদা যদি শিরকমুক্ত হয়, তাহলে এভাবে ঘরে ছালাত আদায় করা যাবে না। বরং জামা‘আতে অংশগ্রহণ করতে হবে। অন্যথা ইমামের উপর অসন্তষ্টি থাকলে, ইমাম বড় শিরকে জড়িত থাকলে সেক্ষেত্রে জামা‘আত ত্যাগ করতে পারে। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, কুফরী করে এমন ইমামের পিছনে যদি না জেনে কেউ ছালাত আদায় করে, তাহলে তার ছালাত ছহীহ হবে। কোন গুনাহের সাথে সম্পৃক্ত থাকলে তার পিছনে ছালাত হবে। যেমন হাজ্জাজ ইবনু ইউসুফের পিছনে অনেক ছাহাবীই ছালাত আদায় করেছেন। অথচ সে ছিল সবচেয়ে বড় যালিম (ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, ১২/৩৯-৪০ পৃ.)। সুতরাং জামা‘আতের গুরুত্ব বিবেচনা করে মসজিদে গিয়ে জামা‘আতের সাথে ছালাত আদায় করতে হবে। জামা‘আতে ছালাত আদায় না করা মুনাফিকের বৈশিষ্ট্য (সূরা তওবা ৫৪; ছহীহ মুসলিম, হা/৬৫৪)।
প্রশ্নকারী : তাজবীরুল হক, চট্টগ্রাম।