উত্তর : অনেকে বাড়ীর পার্শ্বে ছোট মসজিদ রেখে বেশি নেকীর আশায় বড় মসজিদে গমন করেন। এটি শরী‘আত সম্মত নয়। এই আক্বীদা সঠিক হলে বড় মসজিদ ছাড়া ছোট মসজিদ তৈরি করা নাজায়েয হয়ে যেত। উল্লেখ্য, ওয়াক্তিয়া মসজিদের চেয়ে জুম‘আ মসজিদে ছালাত আদায় করলে ৫০০ গুণ নেকী বেশি হবে মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা ছহীহ নয় (ইবনু মাজাহ, হা/১৪১৩; মিশকাত, হা/৭৫২; আলবানী, আছ-ছামারুল মুস্তাত্বাব, পৃ. ৫৮০)। তাই তিনটি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে বেশি নেকীর আশায় যাওয়া যাবে না। মসজিদে হারাম, মসজিদে নববী ও মসজিদে আক্বছা (ছহীহ বুখারী, হা/১১৮৯)।
প্রশ্নকারী : আযীযুর রহমান, খুলনা।