উত্তর : শ্বশুরের দেয়া জিনিস যদি হাদিয়া (যৌতুক না) হয়, তাহলে নেয়া যাবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা পারস্পরিক উপহার আদান-প্রদান কর, এতে করে ভালবাসা বৃদ্ধি পাবে’ (আল-আদাবুল মুফরাদ, হা/৫৯৪, সনদ ছহীহ)। তাছাড়া নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ফাতেমা (রাযিয়াল্লাহু আনহা)-কে একজন দাস (আবূ দাঊদ, হা/৪১০৬) এবং ‘আলী (রাযিয়াল্লাহু আনহু) ও ফাতিমা (রাযিয়াল্লাহু আনহা)-কে উত্তম জিনিস হাদিয়া দিয়েছিলেন’ (ছহীহ বুখারী, হা/৩১১৩)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ শাকিল, জয়পুরহাট।