উত্তর : উক্ত কথা গুলো রাসূল (ﷺ)-এর প্রসংশা ক্ষেত্রে (غلو) বা বাড়াবাড়ি ও অতিরঞ্জণ মাত্র। কারণ ছহীহ হাদীছে এরূপ কোন দুরূদ বর্ণিত হয়নি। অথচ রাসূল (ﷺ) তা থেকে নিষেধ করেছেন। ইবনু ‘আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, তিনি ‘উমার (রাযিয়াল্লাহু আনহু)-কে মিম্বারের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে,
سَمِعَ عُمَرَ يَقُوْلُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ لَا تُطْرُونِيْ كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ
‘আমি নবী করীম (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না, যেমন ‘ঈসা মারইয়াম (আলাইহিস সালাম) সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল’ (ছহীহ বুখারী, হা/৩৪৪৫; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১/১৬১ পৃ.)।
প্রশ্নকারী : আব্দুল আযীয, সাতক্ষীরা।