উত্তর : ঈদের ছালাত শেষে পরস্পরে কোলাকুলি করার শারঈ কোন ভিত্তি নেই। তবে বাইরে থেকে কেউ আগমন করলে তার সাথে কোলাকুলি করা যাবে। আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, كَانَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَلَاقُوْا تَصَافَحُوْا وَإِذَا قَدِمُوْا مِنْ سَفَرٍ تَعَانَقُوْا ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ছাহাবীগণ পরস্পর সাক্ষাতে মুছাফাহা করতেন আর সফর থেকে আসলে কোলাকুলি করতেন’ (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব, হা/৯৭; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/২৬৪৭)।
প্রশ্নকারী : সেলিম, রংপুর।