উত্তর : শরী‘আতে এ ধরনের কসমের কোন মূল্য নেই। এই ভুল কসমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং কসমের কাফফারা হিসাবে ১০ জন মিসকীনকে খেতে দেবে অথবা তাদের কাপড় দেবে, কিংবা গোলাম আযাদ করবে অথবা পরপর তিনদিন ছওম পালন করবে (সূরা আল-মায়েদাহ : ৮৯)।
প্রশ্নকারী : হিব্বান, সঊদী আরব।