উত্তর : কোন মুসলিম এমন মন্তব্য করলে সে মুরতাদ হয়ে যাবে। কারণ দ্বীনের কোন বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে কেউ মুসলিম থাকতে পারে না। মহান আল্লাহ বলেন, ‘আর আপনি তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে, আমরা তো আলাপ-আলোচনা ও খেলা-তামাশা করছিলাম। বলুন, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও তাঁর রাসূলকে বিদ্রুপ করছিলে? তোমরা ওযর পেশ কর না। তোমরা তো ঈমান আনার পর কুফরী করেছ’ (সূরা আত-তওবাহ : ৬৫-৬৬)। তবে কেউ কোন ব্যক্তি সম্পর্কে মন্তব্য করলে হয়তো সে ফাসিক হিসাবে গণ্য হবে (সূরা আল-হুজুরাত : ১১)। যেমন কুরআন ও হাফেয, দাড়ি এবং দাড়িওয়ালা ব্যক্তি। কুরআন বা দাড়িকে নিয়ে কেউ কটুক্তি করলে সে মুরতাদ হয়ে যাবে, আর ব্যক্তি হাফেয বা দাড়িওয়ালাকে নিয়ে কটুক্তি করলে সে ফাসেক হবে (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২৮তম খণ্ড, পৃ. ৩৬৫-৩৬৬)।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম, খিলক্ষেত, ঢাকা।