উত্তর : হারাম পণ্য বিক্রি করার কারণে গুনাহগার হবে, তবে এর কারণে অন্য হালাল পণ্য বিক্রয় হারাম হবে না। মূলত হারাম পণ্য বিক্রয় করা, বহন করা, তার মূল্য ভোগ করা কিংবা ক্রয় করা সবই হারাম (তিরমিযী, হা/১২৯৫; ইবনু মাজাহ হা/৩৩৮১; মিশকাত, হা/২৭৭৬, সনদ হাসান ছহীহ)। এছাড়া শরী‘আতে হালাল ব্যবসা ও উপার্জনের ব্যাপারে অসংখ্য তাকীদ এসেছে এবং হারাম পণ্যের ব্যবসা করাকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ আর আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ব্যতীত কোন কিছুই কবুল করেন না’ (ছহীহ মুসলিম, হা/১০১৫)। সুতরাং মিশ্রিতভাবে হালাল ও হারাম পণ্যের ব্যবসা করা যাবে না।
প্রশ্নকারী : রানা, ব্রাহ্মণবাড়িয়া।