উত্তর : এমতাবস্থায় ক্বাযা ছালাত আদায় করবে। কারণ কারো যদি ফরয ছালাত ভুলবশতঃ ক্বাযা হয়ে যায়, সেক্ষেত্রে যখনই স্মরণ হবে তখনই আদায় করে নিবেন। আনাস ইবনু মালিক (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘কেউ কোন ছালাত আদায় করতে ভুলে গেলে যখন স্মরণ হবে তখনই যেন তা আদায় করে নেয়। এটুকুই তার জন্য কাফফারা’ (ছহীহ মুসলিম, হা/৬৮৪ (ইফাবা হা/১৪৫২); আবূ দাঊদ, হা/৪৪২)। তবে যদি ক্বাযা ছালাতের ওয়াক্ত পার হয়ে অন্য ছালাতের সময় উপস্থিত হওয়ার পর স্মরণ হয়, সেক্ষেত্রে উপস্থিত ছালাত আদায়ের পর ক্বাযা ছালাত আদায় করে নিতে পারবে।
প্রশ্নকারী : আনারুল হক, মীরপুর, ঢাকা।