উত্তর : ব্যবহার করতে পারবে না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَعَنَ اللهُ الوَاشِمَاتِ وَالمُوْتَشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللهِ ‘পরচুলা ব্যবহারকারিণী, উল্কি অংকনকারিণী, ভ্রু ব্লাককারিণীর প্রতি আল্লাহ লা‘নত করেছেন’ (ছহীহ বুখারী, হা/৪৮৮৬)। এ ব্যাপারে সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ডের বক্তব্য হল, ‘কৃত্রিম নখ, আইলেশ (চোখের পাপড়ি) ও কালারড লেন্স পরা জায়েয নয়। কারণ এতে শরীরের ক্ষয়-ক্ষতি হয়। এছাড়াও এতে ধোঁকা ও প্রতারণার পাশাপাশি রয়েছে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৭তম খণ্ড, পৃ. ১৩৩-১৩৪)।
প্রশ্নকারী : হাফছা, গাযীপুর।