উত্তর : হাদীছে এসেছে زَكَاةَ الْفِطْرِ طُهْرَةً لِلصَّائِمِ مِنَ اللَّغْوِ وَالرَّفَثِ وَطُعْمَةً لِلْمَسَاكِيْنِ ‘যাকাতুল ফিতর ছিয়ামপালনকারীর অশ্লীল কথা ও বেহুদা কাজ হতে ছাওমকে পবিত্র করতে এবং মিসকীনদের খাদ্যের ব্যবস্থার জন্য (আবূ দাঊদ, হা/১৬০৯, সনদ হাসান)। এখানে মিসকীন বলতে যারা দরিদ্র, বিত্তহীন অনাহারে বা অর্ধাহারে দিনাতিপাত করে। তাদেরকে ফকীর, গরীব, মিসকীন, অসহায় ইত্যাদি নামে অভিহিত করা হয়। দেশ বা স্থানের পার্থক্যের কারণে তাদের নামেরও ভিন্নতা দেখা যেতে পারে (তাফসীরে ইবনু কাছীর, ৪/১৬৫ পৃ., সূরা তাওবাহ ৬০ নং আয়াতের আলোচনা দ্র.)।
প্রশ্নকারী : নাফসিন, ঢাকা।