উত্তর : লেখা যাবে না। কেননা এটা শিরকী আক্বীদা। এর দ্বারা আল্লাহ ও মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সমমর্যাদার অধিকারী সাব্যস্ত করা হয়েছে। তাছাড়া আরবীতে ‘আল্লাহ মুহাম্মাদ’ একসংগে লিখলে অর্থ হয়- আল্লাহই মুহাম্মাদ, মুহাম্মাদই আল্লাহ। এক শ্রেণীর মানুষ এই আক্বীদা পোষণ করে থাকে। যা পরিষ্কার শিরক। আর শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না এবং তার উপর জান্নাত হারাম (সূরা আন-নিসা : ১১৬ ও ৪৮; সূরা আল-মায়েদাহ : ৭২; ছহীহ বুখারী, হা/১২৩৮; ছহীহ মুসলিম, হা/৯২; মিশকাত, হা/৩৮)। এরূপ লেখার কারণে মসজিদের মুতাওয়াল্লীসহ দায়িত্বশীলগণ পাপী হবেন।
প্রশ্নকারী : সিরাজুল ইসলাম, হেতেমখাঁ, রাজশাহী।