উত্তর : উক্ত বক্তব্য ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূল (ﷺ) বলেন, لَا يَنْبَغِىْ أَنْ يَكُوْنَ فِى الْبَيْتِ شَىْءٌ يَشغَلُ الْمُصَلِّىَ মসজিদে এমন কোন বস্তু রাখা যাবে না, যা মুছল্লীর মনোযোগ নষ্ট করে (মুসনাদে আহমাদ, হা/২৩২৬৯, সনদ ছহীহ)। তাই বর্তমানে বিভিন্ন মসজিদে যেভাবে ছবিযুক্ত টাইল্স বসানো হচ্ছে, তা শরী‘আতে জায়েয নয়।
প্রশ্নকারী : ছালাহুদ্দীন, নারায়ণগঞ্জ।