উত্তর : এরূপ লেনদেন বৈধ নয়। এরূপ কাজে কোম্পানি বাধ্য করলে উক্ত কোম্পানিতে চাকুরী থেকে বিরত থাকাই উওম। কারণ সেটা অন্যায় কাজের শামিল। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমারা পরস্পরে সৎ কাজে সহযোগিতা কর পক্ষান্তরে অন্যায় কাজে সহযোগিতা করা থেকে বিরত থাক’ (সূরা আল-মায়েদাহ : ২)।
প্রশ্নকারী : ইশারুল ইসলাম, রাজশাহী।