উত্তর : এ ধরনের কোন আমল জানা যায় না। বরং একজন পুরুষের উচিত প্রয়োজন অনুসারে উপার্জনের পথ বের করা এবং সে অনুযায়ী সামনে এগিয়ে যাওয়া। এক্ষেত্রে ব্যবসা, চাকুরী যাই হোক না কেন সে শক্তি ও সততার সাথে তা বাস্তবায়ন করবে এবং যা পাওয়া যায় তাতেই সন্তুষ্টি থাকবে (সূরা আল-ক্বাছাছ : ২৬)। নবী-রাসূল এবং ছাহাবীরা কেউ এমন পথ তালাশ করেননি যে, কিভাবে দ্রুত ধনী হওয়া যায়! বরং তাঁরা প্রত্যেকেই নিজ হাতে কর্ম করে, ছাগল চরিয়ে বিভিন্ন উপায়ে উপার্জন করেছেন (ছহীহ বুখারী, হা/২০৭২, ২২৬২)। অধিক প্রয়োজন হলে সম্পদে বরকত হওয়ার জন্য আল্লাহর নিকট দু‘আ করবে। প্রতিদিন সকালে সকালে কাজ শুরু করবে, কুরআন তেলাওয়াত করবে এবং বেশি বেশি ইস্তেগফার করবে (সূরা আন-নূহ : ১০-১৩; ইবনু মাজাহ, হা/২২৩৬)।
প্রশ্নকারী : তানভীর, গাজীপুর।