উত্তর : এক্ষেত্রে কর্তব্য হচ্ছে, মসজিদ ও কবরের মাঝে একটি প্রাচীর দেয়া। কেননা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,لَا تَجْلِسُوْا عَلَى الْقُبُوْرِ وَلَا تُصَلُّوْا إِلَيْهَا ‘তোমরা কখনো ক্ববরের উপর বসবে না এবং ক্ববরের দিকে মুখ করে ছালাতও আদায় করবে না (ছহীহ মুসলিম, হা/৯৭২)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-আমীন, বাগমারা, রাজশাহী।