উত্তর : যাবে না। কারণ জন্মদিন পালন করা বা এ উপলক্ষে কোন ধরনের আয়োজন করা শরী‘আত সম্মত নয়। এটা ইসলামী শিষ্টাচার বহির্ভূত। তাই এ ধরনের কাজে কোন সহযোগিতা করা যাবে না। মহান আল্লাহ বলেন,
.تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی وَ لَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَ الۡعُدۡوَانِ
‘তোমরা নেকী ও কল্যাণের কাজে পরস্পরকে সহযোগিতা কর, পাপ ও সীমালংঘনের কাজে সহযোগিতা কর না’ (সূরা আল-মায়িদাহ : ২)। তাই জন্মদিন উপলক্ষে কেক তৈরি করা যাবে না। মূলত ‘আশূরায়ে মুহাররম, মি‘রাজ বা জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানাদি পালন করা বিদ‘আত। কারণ ধর্মের নামে বাতিলকে সহযোগিতা করা হয়’ (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমাহ, ১৬তম খণ্ড, পৃ. ১৭৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর ছাহাবীদের মাঝে জন্মদিন পালনের কোন প্রমাণ পাওয়া যায় না।
প্রশ্নকারী : উম্মে জামিলা, সূত্রাপুর, বগুড়া।