শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
উত্তর : ওয়াক্বফকৃত সম্পত্তির ক্ষেত্রে ওয়াজিব হল ওয়াক্বফকারীর শর্ত মোতাবেক মানুষ এটি ব্যবহার করবে (ফাতাওয়া নূরুন আলাদ দারব, ২/১৬ পৃ.)। ওয়াক্বফকারীর জন্য এই সাধারণ ওয়াক্বফ থেকে অন্য সব মুসলিমের মতই উপকৃত হওয়ার অধিকার আছে। তবে অধিকার ফলিয়ে কারোর থেকে বেশি নেয়া যাবে না। ওয়াক্বফকারী ওয়াক্বফকৃত পানি থেকে পান করতে পারেন যেভাবে অন্যেরা পান করে এবং অন্যসব সুবিধা থেকেও উপকৃত হতে পারেন, যেভাবে অন্য মুসলিমগণ উপকৃত হয়ে থাকে, যদি না ওয়াক্বফকারী অন্য কোন শর্ত করে না থাকে। উছমান (রাযিয়াল্লাহু আনহু) মদীনাতে একটি কূপ ওয়াক্বফ করেছিলেন। অন্য মুসলিমদের মত তিনিও সেখান থেকে পানি পান করতেন (তিরমিযী, হা/৩৭০৩, সনদ হাসান)।

ইবনু হাজার আল-হাইতামী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রূমা কূপ ওয়াক্বফ করার প্রসঙ্গে উছামান (রাযিয়াল্লাহু আনহু)-এর বাণী: আমার বালতি ও মুসলিমদের বালতি সমমর্যাদায় হওয়া শর্ত নয়। বরং এর দ্বারা তিনি অবহিত করছেন যে, ওয়াক্বফকারীর জন্য সাধারণ ওয়াক্বফ সম্পত্তি থেকে উপকৃত হওয়া বৈধ’ (আল-ফাতাওয়া আল-ফিক্বহিয়্যাহ আল-কুবরা, ২/২৭৫ পৃ.)। ইবনু বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ব্যক্তি কোন কূপকে ওয়াক্বফ করেছেন এবং সেটাকে পানি প্রার্থীদের জন্য দিয়ে দিছেন তার জন্য ঐ কূপ থেকে পানি পান করতে কোন অসুবিধা নেই, যদি তিনি নিজে পান করার শর্ত না করেন তবুও। যেহেতু তিনি নিজেও পানিপ্রার্থীদের অন্তর্ভুক্ত’ (শারহু ছহীহিল বুখারী, ৬/৪৯২ পৃ.)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) তাঁর ‘ছহীহ বুখারী’ গ্রন্থে তা‘লীক্ব সূত্রে বলেন, ‘কেউ যদি কোন একটি উটকে বা কোন কিছুকে আল্লাহ‌র রাস্তায় দিয়ে দেয়, অন্যদের মত তার জন্যেও ঐ প্রাণী থেকে উপকৃত হওয়া জায়েয আছে’ (ছহীহ বুখারী, ৪/৭ পৃ.)।


প্রশ্নকারী : মুবারক, যশোর।





প্রশ্ন (১৫) : ঈসা (আলাইহিস সালাম) যার ইমামতিতে ছালাত আদায় করবেন তিনিই কী ইমাম মাহাদী? ছহীহ বুখারী ও মুসলিমের হাদীছে তাকে ‘মুসলিমদের নেতা’ বলা হয়েছে, ‘মাহাদী’ বলা হয়নি। তার নাম কি কোন হাদীছে এসেছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : পিতা তার মৃত্যুর সময় সন্তান-সন্ততির মাঝে সম্পদ বণ্টনের ক্ষেত্রে যা বলেন তাতে করে মেয়েদের অংশ একটু কম হয়ে যায়। অর্থাৎ ছেলেদেরকে প্রপারে এবং মেয়েদেরকে প্রত্যন্ত অঞ্চলে জমি বণ্টনের কথা বলেন। এ বিষয়ে পিতার মৃত্যুর পর ছেলে-মেয়েদের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এখন তারা কী করতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : কোন অসুস্থ ব্যক্তি দু‘আ চাইলে শুক্রবারে জুমু‘আর ছালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আমি যদি আওয়াল ওয়াক্তে একাকী ছালাত আদায় করি, তাহলে কি জামা‘আতের নেকী থেকে বঞ্চিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ছালাতে প্রথম ও তৃতীয় রাক‘আত শেষে না বসে সরাসরি উঠে যাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাত কি ব্যক্তিগত ইবাদত? কারণ অনেককে ছালাতের জন্য ডাকলে তারা বলে, নামাজ পড়া না পড়া আমার ব্যাপার। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) :  মসজিদের ইমাম তাবীয-কবয দিয়ে ব্যবসা করেন। এছাড়া আরো নোংরা কাজে জড়িত। তার আক্বীদা হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, নিরাকার। প্রশ্ন হল, এমন ব্যক্তির পিছনে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জনৈকা দ্বীনদার মহিলা স্বপ্নে কুরআন তিলাওয়াত করেন এবং এটাকে ভাল স্বপ্ন মনে করেন। স্বপ্নে তিলাওয়াতকৃত আয়াতের অর্থ পড়ে তিনি বলেন, আয়াতে বর্ণিত কাজটি আল্লাহ তাকে পালন করতে আদেশ করেছেন। তার উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জুমু‘আর দিনে ইমাম মিম্বারে বসেছেন এবং মুওয়াযযিন আযান দিচ্ছেন; এমতাবস্থায় কোন মুছল্লী মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে দু’ রাকা‘আত ছালাত শুরু করবে নাকি আযানের জবাব দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যঈফ হাদীছের উপর আমল করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১): কোন্ কোন্ দিন ছিয়াম পালন করা নিষেধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : কুরআন মাজীদের অনেক জায়গাতে আল্লাহ তা‘আলা নিজেকে আমরা (বহুবচন) শব্দ ব্যবহার করেছেন। এর ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ