উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কোন ছাহাবী উপযুক্ত হয়েছেন অথচ বিয়ে করেননি এমন তথ্য পাওয়া যায় না। বরং এর বিপরীতে বলা যায় যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে বিয়ে করেছেন এবং ছাহাবীদের বিয়ের ব্যাপারে উৎসাহিত করেছেন (ছহীহ বুখারী, হা/৫০৬৩)। অন্যত্র রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যারা আমার এ সুন্নাতের উপর আমল করবে না, তারা আমার দলভুক্ত নয়’ (ইবনু মাজাহ, হা/১৮৪৬, সনদ হাসান)। শুধু ছাহাবীই নয়; পূর্বের নবীগণও বিবাহ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আর অবশ্যই আমরা আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছিলাম এবং তাদেরকে স্ত্রী ও সন্তান-সন্ততি দিয়েছিলাম’ (সূরা আর-রা‘দ : ৩৮)।
প্রশ্নকারী : মুহাম্মাদ, চারঘাট, রাজশাহী।