উত্তর : নিজের সম্পদ থেকে কিছুই খরচ করেননি কিংবা সামান্য কিছু খরচ করেছেন এবং অন্য ব্যক্তি তার হজ্জের খরচের বেশিরভাগ অংশ দিয়েছেন এটি তার ফরয হজ্জের ফরযিয়াতের ওপর কোন প্রভাব ফেলবে না। অর্থাৎ তার ফরয হজ্জ আদায় হয়ে যাবে (ইসলাম সাওয়াল ও জাওয়াব, ফৎওয়া নং-৩৬৯৯০)।
প্রশ্নকারী : আতীকুযযামান, নরসিংদী।