উত্তর : দরিদ্র ও অভাবগ্রস্ত নিকটাত্মীয়দেরকে যাকাতের অর্থ প্রদান করা বৈধ। বরং তারাই এর বেশি হক্বদার। রাসূল (ﷺ) বলেছেন, ‘মিসকীনকে যাকাত প্রদান করলে তা যাকাতই। আর আত্মীয়-স্বজনকে যাকাত দিলে দ্বিগুণ নেকী। যাকাতের নেকী এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষার নেকী’ (ছহীহ বুখারী, হা/১৪৬৬)। যদি ভাই অথবা বোনের স্বামী দরিদ্র হয়, তাহলে তাকে যাকাতের অর্থ প্রদান করা যাবে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়েমা ৮/৩৭২-৭৩ পৃ., ফৎওয়া নং-২০০৯০)।
প্রশ্নকারী : মুক্তা তালুকদার, উত্তরা, ঢাকা।