উত্তর : যাবে। হাত তুলে দু‘আ করলে আল্লাহ খালি হাত ফেরত দেন না। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব ও মহান দাতা। বান্দা দু‘ হাত তুলে তাঁর নিকট চাইলে তিনি খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন (আবু দাউদ, হা/১৪৮৮, সনদ ছহীহ)। উক্ত হাদীছের আলোকে ফরয ছালাতের পর মাসনূন যিকির-আযকার শেষে একাকী হাত তুলে দু‘আ করতে বাধা নেই। তবে সম্মিলিতভাবে প্রচলিত মুনাজাত করা বিদ‘আত।
প্রশ্নকারী : আব্দুর রহমান, রামনগর, দিনাজপুর।