উত্তর : একাধিক ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত যে, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’ জান্নাতের রতœভা-ারের অন্তর্ভুক্ত (ছহীহ বুখারী, হা/৬৩৮৪; তিরমিযী, হা/৩৩৭৪, ৩৪৬১, ৩৬০১)। তবে ‘যাবতীয় বিপদাপদ দূর করবে, যার নি¤œ বিষয় দারিদ্র্যতা মোচন’ মর্মে অংশটি যঈফ (যঈফ আত-তারগীব ওয়াত তারহীব, হা/৯৬৯)।
প্রশ্নকারী : মুহাম্মাদ মিনহাজ, রাজশাহী।