উত্তর : সুন্নাত হল ইমামের পিছন থেকে কাতার সোজা করা। ডান দিক থেকে কাতার পূরণ করার কোন শারঈ ভিত্তি নেই। প্রত্যেকটি কাতার ইমামের পিছন থেকে পূরণ করতে হবে। হাদীছে এসেছে,
عَنْ أَنَسٍ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ صَلَّى النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِىْ بَيْتِ أُمِّ سُلَيْمٍ فَقُمْتُ وَيَتِيْمٌ خَلْفَهُ وَأُمُّ سُلَيْمٍ خَلْفَنَا
আনাস ইবনু মালেক (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উম্মু সুলাইমের বাড়ীতে ছালাত আদায় করলেন। আমি এবং একজন ইয়াতীম তাঁর পিছনে দাঁড়ালাম। আর উম্মু সুলাইম আমাদের পিছনে দাঁড়ালেন (ছহীহ বুখারী, হা/৮৭৪, ১/১২০ পৃ., (ইফাবা হা/৮২৯, ২/১৬৩ পৃঃ); মিশকাত, হা/১১০৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/১০৪০, ৩/৬৩ পৃ.)। উক্ত হাদীছ প্রমাণ করে ডান দিক থেকে কাতার সোজা না করে ইমামের পিছন থেকেই কাতার করতে হবে।
প্রশ্নকারী : হাফীযুল ইসলাম, বাগেরহাট।