উত্তর : মোবাইল ও কম্পিউটার ডিভাইসে যে ছবি রাখা হয় এবং ভিডিওর মাধ্যমে যে ছবি তোলা হয় সেগুলো ফটোগ্রাফির বিধানের আওতায় পড়ে না। কারণ সেগুলো স্থির এবং অবিচল থাকে না। তবে হ্যাঁ, সেগুলোকে প্রিন্ট করে বের করা হলে সেগুলো ফটোগ্রাফির বিধানে পড়বে। তাই মোবাইলে এ ধরণের ছবি রাখায় কোন দোষ নেই, যতক্ষণ না তাতে হারাম কিছু না থাকে, যেমন নারীদের ছবি ইত্যাদি।
দ্বিতীয়তঃ কোন মৃতব্যক্তির ছবিকে মোবাইলের ব্যাকগ্রাউন্ড বা মেসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড বানানো যাবে না। কারণ এতে করে দুঃখ ও বেদনা তাজা হয় কিংবা মৃতব্যক্তি শিক্ষক বা অভিভাবক পর্যায়ের কেউ হলে তার প্রতি মাত্রাতিরিক্ত সম্মান প্রদর্শনে সীমালঙ্ঘনও ঘটে। বাস্তবে কিন্তু এতে অসম্মানও ঘটে থাকে। যেহেতু মোবাইল ডানে-বামে পড়ে থাকে। মোবাইল নিয়ে টয়লেটেও যাওয়া হয় ইত্যাদি (আশ-শারহুল মুমতি‘, ২/১৯৭-১৯৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৮৫৩৫, ১০৩২৬)।
প্রশ্নকারী : হাবীবুল্লাহ, ঢাকা।