উত্তর : যারা রাসূলকে গালি দেয়, সকল ইমাম ও মাযহাব মতে তারা মুসলিমই থাকতে পারে না, মুরতাদ-কাফের হয়ে যায় (তাফসীরে কুরতুবী, ৮/৮২ পৃ.)। ইমাম খাত্তাবী (রাহিমাহুল্লাহ) বলেন, কোন অমুসলিম ব্যক্তি রাসূলকে গালি দেয়ার পর ইসলাম গ্রহণ করলে তাকে সে অপরাধে আর হত্যা করা যায় না। কিন্তু কোন মুসলিম ব্যক্তি গালি দেয়ার পর মুরতাদ হয়ে যায়। সে যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে তার শাস্তি মওকুফ হবে কি না এ বিষয়ে ইমামদের মাঝে মতভেদ রয়েছে। যেমন শায়খুল ইসলাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুরতাদ হওয়ার পর ইসলাম গ্রহণ করলেও তার শাস্তি তাকে পেতে হবে’ (সারিমুল মাসলূল, ১/৫৩১ পৃ.)।
প্রশ্নকারী : পারভেজ, রাজশাহী।