উত্তর : এ ধরনের ইমামদের পিছনে ছালাত আদায় করা যাবে না। কারণ তাবীয ব্যবহার শরী‘আত বিরোধী ও শিরকী কাজ; যা একজন মুমিনের ঈমানকে নিমিষেই বরবাদ করে দেয়। হাদীছে এসেছে, ‘যে ব্যক্তি তাবীয ঝুলায়, সে শিরকের কাজ করল’ (আহমাদ, হা/১৭৪৫৮, সনদ শক্তিশালী)। সুতরাং কোন মসজিদের ইমাম যদি তাবীয ব্যবহার করেন, একে বৈধ মনে করেন এবং সেটা অন্যকে দেন, তবে তার পিছনে ছলাত আদায় করা যাবে না (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমা, ৩/৬৫ পৃ.)। ইমাম ইবনু তাইমিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যে ইমামের ব্যাপারে জানা যায় যে, সে ফাসেকী কাজ, বিদ‘আত বা এজাতীয় কিছুর সাথে সম্পৃক্ত, তাহলে তার পিছনে ছালাত আদায় না করাই ভালো’ (মাজমূঊল ফাতাওয়া, ২৩/৩৫১)। আর তাবীযের মত শিরকী কাজের সাথে জড়িত হলে তো আরো বেশি সতর্ক থাকতে হবে।
প্রশ্নকারী : আখতারুজ্জামান, বরগুনা।