উত্তর : কুরবানীর চামড়ার টাকা যত দ্রুত সম্ভব হক্বদারের নিকটে পৌঁছে দেয়া উচিত। তবে শারঈ কারণে দেরী হলে কোন দোষ নেই। আর পবিত্র কুরআনে যে আট শ্রেণীর মাঝে বণ্টন করতে বলা হয়েছে, তাদের মাঝেই বণ্টন করতে হবে (সূরা আত-তওবাহ : ৬০)। অতএব যখন যেখানে যতজন হক্বদার থাকবে, তাদের হক্বের পরিমাণ বিবেচনা করে প্রদান করতে হবে। সবাইকে সমান দেয়াও আবশ্যক নয়।
প্রশ্নকারী : সাখাওয়াত, কুমিল্লা।