উত্তর : তারাবীহর ছালাতে কুরআন খতম করার পক্ষে কোন দলীল পাওয়া যায় না। তবে তারাবীহ বা তাহাজ্জুদ ছালাতে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ছাহাবায়ে কেরাম অনেক বেশী তেলাওয়াত করতেন মর্মে অনেক দলীল রয়েছে (মুওয়াত্ত্বা মালিক, ১ম খণ্ড, পৃ. ১১৫; মিশকাত, ১১৫ পৃ., হা/১৩০২; ছহীহ ইবনু খুযায়মাহ, ৪র্থ খণ্ড, পৃ. ১৮৬)। সমাজে ‘খতম তারাবীহ’ নামে নতুন প্রথা সৃষ্টি হয়েছে। এতে ইমাম যেমন তারতীলসহ তেলাওয়াত করতে পারেন না, তেমনি মুক্তাদীরা কিছু বুঝতে পারেন না। বরং কুরআনের উপর এক প্রকার অত্যাচার করা হয়।
প্রশ্নকারী : ডা. আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা।