উত্তর : পুরুষ হোক কিংবা মহিলা হোক পাতলা ও আঁটসাঁট কাপড় পরিধান করার কারণে যদি তার সতর প্রকাশ পায়, তাহলে তার ছালাত শুদ্ধ হবে না। তবে সতর প্রকাশ না পেলে ছালাত হয়ে যাবে (সূরা আল-আ‘রাফ : ৩১)। উল্লেখ্য যে, পুরুষের সতর নাভী থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের সতর মুখমণ্ডল এবং হাত ব্যতীত সমস্ত শরীর (উছায়মীন, মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১২তম খণ্ড, পৃ. ২৬৪)।
প্রশ্নকারী : আতাউল্লাহ, ফরিদপুর।