উত্তর : পানি থাকা অবস্থায় কুলুখ নেয়া শরী‘আত সম্মত নয়। পানি না পাওয়া গেলে কুলুখ নেয়া যাবে। তবে পুনরায় পানি ব্যবহার করতে হবে না (আবু দাঊদ, হা/৪৪, ১/৭ পৃ., সনদ ছহীহ; ইবনু মাজাহ, হা/৩৫৫; মুস্তাদরাক হাকেম, হা/৬৭৩)। কুলুখ নেয়ার পর পানি নেয়া সম্পর্কে যে হাদীছ বর্ণনা করা হয়, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন (সিলসিলা যঈফাহ, হা/১০৩১-এর ভাষ্য দ্র.)। তবে পেশাবের ছিটা কাপড়ে লেগে যাওয়ার আশংকা থাকলে ইসলাম তার জন্য সুন্দর বিধান দিয়েছে। আর তা হল, ওযূ করার পর হাতে পানি নিয়ে লজ্জাস্থান বরাবর ছিটিয়ে দেয়া। যেমন- كَانَ رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم إِذَا بَالَ يَتَوَضَّأُ وَيَنْتَضِحُ ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন পেশাব করতেন, তখন ওযূ করতেন এবং পানি ছিটিয়ে দিতেন’ (আবু দাঊদ, হা/১৬৬ ও ৬৭, ১/২২ পৃ.; মিশকাত, হা/৩৬৬, পৃ. ৪৩; বঙ্গানুবাদ মিশকাত, হা/৩৩৮, ২/৬৮ পৃ.)।
প্রশ্নকারী : রুকনুযযামান, বরিশাল।