উত্তর : কুরবানী দাতা ঈদের দিন কুরবানীর গোশত খাওয়ার আগ পর্যন্ত না খেয়ে থাকবে। এটা সুন্নাত। বুরায়দা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঈদুল ফিৎর-এর দিন কিছু না খেয়ে ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না। আর ঈদুল আযহার দিন ছালাত শেষ না করে কিছু খেতেন না’ (তিরমিযী, হা/৫৪২; মিশকাত, হা/১৪৪০, সনদ ছহীহ; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৫৬, ৩/২২৪ পৃ.)। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) প্রথম কুরবানীর গোশত বা কলিজা দ্বারা খেতেন (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৩৬৮০-৩৬৮১; সনদ ছহীহ; মুসনাদে আহমাদ, হা/২৩০৩৪)। এটাকে ছিয়াম বলা যাবে না।
প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, দৌলতপুর, কুষ্টিয়া।