উত্তর : উক্ত পদ্ধতি শরী‘আত সম্মত নয়। উক্ত মর্মে একটি যঈফ হাদীছ বর্ণিত হয়েছে (বায়হাক্বী, শু‘আবুল ঈমান হা/৯২৯৪)। এর সনদে ইয়াহইয়া ইবনু আব্দুল্লাহ আল-বাবিলতী এবং আইয়ূব ইবনু নাহীক আল-হালবী নামে দু’জন যঈফ রাবী আছে। এছাড়া মাওকূফ সূত্রে ইমাম বায়হাক্বী যাকে ছহীহ বলতে চেয়েছেন সেটাও যঈফ। কারণ তার মাঝেও আব্দুর রহমান বিন আলা ইবনু জাল্লাজ নামে অপরিচিত রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/৪১৪০)।
প্রশ্নকারী : আবু রায়হান, যশোর।