উত্তর : মেয়ে শিশুর নাম ‘হাওয়া’ রাখা যাবে। এতে কোন আপত্তি নেই। কারণ যে কোন নাম রাখার মূল বিধান বৈধতা ও জায়েয হওয়া; যতক্ষণ পর্যন্ত না তাতে শরী‘আতে নিষিদ্ধ কিছু থাকে কিংবা খারাপ কোন অর্থ থাকে। সালাফদের কাছে এ নামটি মাশহূর ছিল। নারী ছাহাবীদের মধ্যে একজন ছিলেন: হাওয়া বিনতে ইয়াযিদ বিন আস-সাকান (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৪৬১২২)। ইবনুল আছির (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তিনি আনছারদের মধ্যে বায়‘আতকারী নারী ছিলেন। যিনি তার স্বামী কাইস বিন আল-খাতিমের আগে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইয়াযীদ বিন আস-সাকানের মেয়ে’ (উসদুল গাবাহ, ৭/৭৩; আল-ইসাবা ফী তাময়িযিছ ছাহাবা, ৭/৫৮৮ পৃ.)।
প্রশ্নকারী : মুবারক, দিনাজপুর।