উত্তর : ঋতুবর্তী বা হায়েযগ্রস্ত মহিলারা লায়লাতুল ক্বদরে ছালাত, ছিয়াম, কা‘বা ঘর ত্বাওয়াফ ছাড়া অন্য সব ইবাদতের মাধ্যমে লায়লাতুল কদর পালন করবে। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, كَانَ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ ‘যখন রামাযানের শেষ দশক আসত তখন নবী (ﷺ) তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্রি জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন’ (ছহীহ বুখারী, হা/২০২৪)। সুতরাং এমতাবস্থায় যিকির-আযকার, তাসবীহ-তাহলীল, ইস্তেগফার ও দু‘আর মাধ্যমে লাইলাতুল ক্বদর পালন করবে। আর দু‘আ হল অন্যতম ইবাদত (তিরমিযী, হা/২৮৯৫, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ।