উত্তর : প্রত্যেক কাজে স্বজনদের অগ্রাধিকার দেয়াকে স্বজনপ্রীতি বলে। এটা শরী‘আতে নিষিদ্ধ। আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর স্বাক্ষীস্বরূপ; যদিও তা তোমাদের নিজেদের বা পিতা-মাতা এবং আত্মীয়-স্বজনের বিরুদ্ধে হয়। সে বিত্তবান হোক বা বিত্তহীন হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্টতর’ (সূরা আন-নিসা : ১৩৫)। তিনি আরো বলেন, ‘কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাক্বওয়ার অধিকতর নিকটবর্তী’ (সূরা আল-মায়েদাহ : ৮)। স্বজনপ্রীতি সমাজ নষ্ট করার বড় একটি মাধ্যম। ইসলামে কোনদিনই স্বজনপ্রীতিকে স্থান দেয়া হয়নি। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘আমার কন্যা ফাতেমাও যদি চুরি করত, আমি তার হাত কেটে দিতাম’ (ছহীহ বুখারী, হা/৩৪৭৫)।
প্রশ্নকারী : ইকবাল হোসেন তৈয়ব, সাতকানিয়া, চট্টগ্রাম।