উত্তর : নফল ছিয়াম, তাহাজ্জুদ ছালাত ইত্যাদির মাধ্যমে বর্ষবরণ করা ইবলীস শয়তানের সূক্ষ্ম ধোঁকা। এছাড়া নতুন বছরের ১ম দিন বর্ষবরণের উদ্দেশ্যে বিশেষ কোন ছালাত, কুরআন তিলাওয়াত, দু‘আ বা অন্য কোন ইবাদত নেই। চাই তা খ্রিষ্টীয় নববর্ষ হোক বা বাংলা নববর্ষ হোক কিংবা হিজরি নববর্ষ হোক। কারণ ইসলামে বর্ষবরণের জন্য এমন কোন নির্দেশনা আসেনি। অর্থাৎ ইসলামের সোনালী যুগ তথা রাসূল (ﷺ), ছাহাবায়ে কেরামগণ ও তাবেঈগণের থেকে এমন কোন আমল প্রমাণিত হয়নি। তাই এই নিয়তে এসব কিছু করলে তা বিদ‘আতী আমল হিসাবে গণ্য হবে, যা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
মনে রাখা কর্তব্য যে, বিদ‘আতী আমলে নেকির পরিবর্তে গুনাহ দ্বারা আমলনামা পূর্ণ হয় (সূরা আল-কাহাফ: ১০৩-১০৪)। মূলত এগুলোই হলো, নেক সুরতে শয়তানের ধোঁকা।
প্রশ্নকারী: আশিকুর রহমান, হড়গ্রাম, রাজশাহী।