উত্তর : উক্ত শ্রেণীর লোকের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না। আনাস (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, একদা এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! ক্বিয়ামত কখন সংঘটিত হবে? তিনি বললেন, তোমার জন্য আফসোস, তুমি ক্বিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে বলল, তার জন্য আমি কিছুই প্রস্তুতি গ্রহণ করিনি। তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি যাকে ভালোবাস তার সাথেই থাকবে’ (ছহীহ বুখারী, হা/৩৬৮৮; ছহীহ মুসলিম, হা/২৬৩৯)।
উপরিউক্ত হাদীছ প্রমাণ করে যে, যার সাথে বন্ধুত্ব, ক্বিয়ামত বা জান্নাত-জাহান্নাম তার সাথেই হবে। একজন মুমিন ব্যক্তি কখনোই খারাপ, সূদখোর, ঘুষখোর বা বেনামাজী ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে না।
প্রশ্নকারী : মুহাম্মদ তাওহীদ, টাঙ্গাইল।