উত্তর : যদি সেই ঘরে মূর্তি না থাকে বা বাড়ির মালিক যদি হারামে লিপ্ত হতে বাধ্য না করে, তবে নিঃসংকোচে অমুসলিমদের বাড়ি ভাড়ায় নেয়া যাবে। এ ব্যাপারে আলিমদের মধ্যে কোন মতপার্থক্য নেই। তবে ভাড়া দেয়ার ক্ষেত্রে আলিমরা কিছু শর্তারোপ করে বলেছেন, ক্ষতির আশঙ্কা, পাপাচারে জড়িয়ে পড়া এবং হারাম কাজে ব্যবহৃত হওয়ার ভয় না থাকলে, সাধারণ অমুসলিমদের বাড়ি ভাড়া দেয়াতেও শরী‘আতে কোন বাধা নেয়’ (আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ১/২৮৬; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১৪/৪৮৬-৪৮৭ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৭০৫৪৩)। তবে তাদের ধর্মীয় কর্মকাণ্ডের জন্য বা শরী‘আতে হারাম এরূপ কোন কাজের জন্য ভাড়া দেয়া যাবে না (আল-মুগনী, ৫/৪০৮ পৃ.)।
প্রশ্নকারী : মুবারক, চিরিরবন্দর, দিনাজপুর।