উত্তর : বিষয়টি একান্তই ক্রেতা-বিক্রেতার মধ্যে সীমাবদ্ধ। তবে মনে রাখতে হবে, মোড়ক বা বস্তারও মূল্য আছে। বিক্রেতা যদি মনে করে মোড়কের মাধ্যমে পণ্য কম দেবে বা পণ্যের দামেই মোড়ক বিক্রি করবে তাহলে এটা স্পষ্ট ধোঁকা ও প্রতারণা। আর ধোঁকাদাতা/প্রতারণাকারী রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উম্মতের দলভুক্ত না (ছহীহ মুসলিম, হা/১০১)। তাই ক্রেতা যদি বস্তা ছাড়া চাউল নিতে চায়, তাহলে বিক্রেতা দিতে বাধ্য। অনুরূপ ঠোঙ্গা ছাড়া কেউ মিষ্টি নিতে চাই দোকানদার তা দিতে বাধ্য।
প্রশ্নকারী : মাসঊদ হাসান, চট্টগ্রাম।