উত্তর : ঈদ মাঠে মিম্বার নিয়ে যাওয়ার কোন দলীল পাওয়া যায় না (ছহীহ বুখারী, হা/৯৫৬, ইফাবা হা/৯০৮, ২/২০৯ পৃ.)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং খোলাফায়ে রাশেদীন ঈদগাহে মিম্বারে উঠে খুৎবা দেননি। উল্লেখ্য যে, ছহীহ বুখারীর ৯৬১ ও ৯৭৮ নং হাদীছে উল্লেখিত نزل শব্দ দ্বারা অনেকে অর্থ করেন ‘মিম্বার থেকে অবতরণ করলেন’। মূলত এর অর্থ হবে ‘স্থান পরিবর্তন’ করা (ফাৎহুল বারী, হা/৯৭৮-এর আলোচনা দ্র., ৩/৩০২ পৃ.; আল্লামা ওয়াহীদুযযামান, উর্দূ অনুবাদ বুখারী ১ম খণ্ড, পৃ. ৪৫০ ‘ছালাতুল ঈদায়ন’ অধ্যায়)।
প্রশ্নকারী : আবু তাহের, রাজশাহী।